নতুন চারটি ধারাবাহিক নাটকে মৌসুমী হামিদ। এর মধ্যে রয়েছে তানজিমুল নয়নের রচনা ও খান মোহাম্মদ বদরুদ্দীনের পরিচালনায় 'খুন ও অতঃপর'। ইমদাদুল হক মিলনের 'পলাশ ফুলের নূলক', আফসানা মিমির 'সাতটি তারার তিমির' ও ওয়াহিদ এনামের 'টক্কনাট'। মৌসুমী হামিদ বলেন,
'খুন ও অতঃপর' এ নাটকে বিপরীতে অভিনেতা নাঈম। বৈশাখী টিভিতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মাণ করা হচ্ছে। এতে মূলত নাঈম ও মৌসুমী হামিদ থিয়েটারের কর্মী চরিত্রে অভিনয় করেছেন। নাঈম অভিনয় করেছেন জুবায়ের চরিত্রে আর আমার চরিত্রটির নাম তনিমা'। এ ছাড়া আমি প্রথম কাজ করেছি আফসানা মিমি আপার সঙ্গে। নাটকটির নাম 'সাতটি তারার তিমির'। নাটকের গল্পটি নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। এটি দর্শকদের জন্য একটি সারপ্রাইজ রইল। এ ছাড়া মিলন ভাইয়ের একটি ধারাবাহিকে আমি অভিনয় করছি একজন পাগলের চরিত্রে। যার স্বামীকে মেরে ফেলেছে কারা যেন। এই নাটকটির নাম 'পলাশ ফুলের নূলক'।
তিনি আরও বলেন
আমি আমার অভিনয়ের শুরু থেকেই একটু বেছে কাজ করতে পছন্দ করি। এর আগেও আমি বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছি। এবারের ধারাবাহিকগুলো অনেক ভালো হবে বলে আমি আশাবাদী। এ ছাড়া এবারের প্রতিটি ধারাবাহিকের গল্প অনেক সুন্দর। আশা করছি দর্শকদের ভালো লাগবে।