সুদর্শন অভিনেতা জায়েদ খান প্রেমে পড়েছেন। না চোখ কপালে উঠার কিছু নেই। এটি ফ্লিমিক প্রেম। মানে 'তোমার প্রেমে পড়েছি' শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি নির্মাণ করছেন মোস্তাফিজুর রহমান বাবু। রোমান্টিক- পারিবারিক গল্পের এই চলচ্চিত্রে কেয়ার প্রেমে পড়ছেন জায়েদ। মে মাসে শুটিং শুরু হবে। এদিকে গতকাল প্রচণ্ড দাবদাহের মধ্যে আশুলিয়ায় 'ভালোবাসা সীমাহীন' চলচ্চিত্রের একটি গানের শুটিংয়ে অংশ নিয়েছেন জায়েদ ও পরীমণি। জায়েদ বলেন, চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসার কাছে সব কষ্টই তুচ্ছ। আমি সত্যিকারের অভিনেতা হতে চাই। রকিবের 'প্রেম করবো তোমার সাথে' চলচ্চিত্রের একটি গানের শুটিংয়ে অংশ নিতে ১৫ মে ব্যাংকক যাচ্ছেন জায়েদ। এতে তার সঙ্গে থাকছেন মম। এছাড়া জায়েদ খান অভিনীত সোহেল রানার চলচ্চিত্র 'অদৃশ্য শত্রু' শীঘ্রই সেন্সর বোর্ডে জমা পড়বে।