এ সময়ের যে কয়জন মডেল এগিয়ে যাচ্ছেন সামনের সারিতে তাদের মধ্যে পরী অন্যতম। তার শুরুটা নাচ দিয়ে। ছোটবেলা থেকেই তিনি নাচের সঙ্গে যুক্ত। ক্ল্যাসিকাল ও মডার্ন ড্যান্সে দারুণ পারদর্শী। এ প্রসঙ্গে পরী বলেন, 'নাচ দিয়েই আমি যাত্রা শুরু করি মিডিয়াতে। তাই নাচটাকেই বেশি প্রাধান্য দিই।' পাশাপাশি পরী কাজ করছেন র্যাম্পে। মডেলিং করেন। অভিনয়ও করেন। ২০১১ সালে বোটানিক অ্যারোমার বিজ্ঞাপনে প্রথম মডেল হন পরী। পরবর্তীতে তিনি একই পণ্যের আরও একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। তার অভিনীত প্রথম নাটক 'ভালবাসার এপাশ ওপাশ'। বর্তমানে তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন। আর ভবিষ্যতে বড় ফ্যাশন ডিজাইনার হওয়ারও বাসনা আছে তার। ইতোমধ্যে দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারিত বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে মডের হিসেবে দেখা যাচ্ছে পরীকে। সর্বশেষ তিনি মডেল হয়েছেন খন্দকার বাপ্পীর গান 'মার রে ছক্কা'তে।