কোমল প্রাণের প্রদীপ 'কল্পরেখা' চতুর্থ বর্ষ অতিক্রম করেছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে আনন্দ উৎসবের আয়োজন করা হয় । শিশু-কিশোরদের কবিতা, গল্প বলা, আনন্দ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও শুভাশিস প্রদান করেন ভাষাসৈনিক-কবি ড. এনামুল হক, অগ্রজ আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, উচ্চারণবিষয়ক প্রশিক্ষক-নির্দেশক গোলাম সারোয়ার এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ। বক্তারা বলেন, লাজুক, ঘরকুনো এবং কথা বলতে অনিচ্ছুক শিশুরা অল্প দিনে মুখর হয়ে ওঠে কল্পরেখার শিশুরা। শুদ্ধ উচ্চারণে কথা বলতে শিখে যায়। টেলিভিশন ক্যামেরার সামনে সাবলীল হয়ে ওঠে। মঞ্চের উপস্থিতি হয় প্রাণবন্ত। চার বছরেই কল্পরেখা বাংলাদেশের শিল্প সংস্কৃতির অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছে। অস্থির সামাজিক পরিস্থিতির বিপরীতে শিশুদের জন্য প্রস্তুত করেছে একটি নির্ভরযোগ্য বিচরণ ক্ষেত্র। সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় কল্পরেখার অঙ্গীকার ক্রমান্বয়ে দৃঢ় হচ্ছে। অনুষ্ঠানের প্রাণসঞ্চার করে কল্পরেখার শিশু শিক্ষার্থীদের পরিবেশনা।