মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে এবার দেখা যাবে টিভি সিরিজে। মিউজিক্যাল ড্রামা 'ন্যাশভিল'-এর দ্বিতীয় সিজনের শেষ পর্বে তিনি অভিনয় করবেন অতিথি চরিত্রে। মে মাসের প্রথম সপ্তাহান্তে প্রচারিত হবে সিরিজটির চলতি সিজনের শেষ পর্ব। ওই পর্বে দেখা যাবে, সিরিজটির কেন্দ্রীয় চরিত্র রায়না জেমস (কনি ব্রিটন) একটি চ্যারিটি কনসার্টের আয়োজনের জন্য প্রেসিডেন্ট ওবামাকে রাজি করিয়েছেন। চিত্রনাট্য অনুযায়ী তখন সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা যাবে ফার্স্ট লেডিকে। আর সেখানেই অভিনয়ের ব্যাপারে রাজি হয়েছেন মিশেল ওবামা।
২০১২ সালে শুরু হওয়া মিউজিক্যাল ড্রামা সিরিজ 'ন্যাশভিল'-এর কাহিনী গড়ে উঠেছে দুই প্রজন্মের দুই নারী সংগীতশিল্পীর মধ্যকার টানাপড়েন নিয়ে। দুই কেন্দ্রীয় চরিত্র রায়না জেমস এবং জুলিয়েট বার্নসের ভূমিকায় অভিনয় করছেন কনি ব্রিটন এবং হেইডেন প্যানেটিয়ের।
১৯৯২ সালের সিনেমা 'থেলমা অ্যান্ড লুইস'-এর জন্য অস্কারজয়ী চিত্রনাট্যকার ক্যালি খুরির প্রযোজনায় এখন পর্যন্ত প্রচারিত হয়েছে সিরিজটির ৪৩টি পর্ব। সিরিজের দুই সিজনই প্রচারিত হচ্ছে এবিসি নেটওয়ার্কে।