রাত বিরাতে রহমত আলী
ভিন্নধর্মী স্ট্রিট শো 'রাত বিরাতে'-র এবারের পর্বের অতিথি অভিনয়শিল্পী রহমত আলী। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।
রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতি বিজরিত স্থানে বেড়িয়েছেন। বলেছেন ব্যক্তিগত ও কর্মজীবনের নানা ঘটনার মজার মজার কথা। থাকছে স্মৃতিচারণও। অনুষ্ঠানটি উপস্থাপনা ও বিষয়ের ভিন্নতার কারণে ইতোমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। কবি আসাদ চৌধুরীর উপস্থাপনায় বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে 'রাত বিরাতে'র এ পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।
লাইভে বেলাল খান ও খেয়া
নতুন ও প্রতিভাবান কণ্ঠশিল্পীদের নিয়ে জিটিভির নিয়মিত গানের অনুষ্ঠান 'ভালোবাসি গান'। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা সংগীত প্রতিভাগুলোকে তুলে ধরা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান কণ্ঠশিল্পীদের প্রতিভার বিকাশ ঘটাতে সহযোগিতা করার প্রয়াস নিয়েই এ অনুষ্ঠানটি নির্মাণ করেছে জিটিভি। অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পীদের পারফরম্যান্সও থাকবে। 'ভালোবাসি গান'-এর এবারের পর্বে পর্বে একসঙ্গে গাইবেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী বেলাল খান ও খেয়া। শ্যামলী রানী সরকারের প্রযোজনায় ও কণ্ঠশিল্পী লিজার উপস্থাপনায় অনুষ্ঠানটি রাত ৮টায় জিটিভিতে প্রচার হবে।
ভালোবাসা কারে কয়
একুশে টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটক 'ভালোবাসা কারে কয়'। প্রেম ও পারিবারিক গল্পে নির্মিত এই নাটকে ভালোবাসাকে ঘিরে আবর্তিত হয় নানা ঘটনা-দুর্ঘটনা। মোবারক দুর্বারের রচনা এবং জাহাঙ্গীর আলম সুমনের পরিচালায় 'ভালোবাসা কারে কয়' ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, অপর্ণা, মীর সাবি্বর, হুমায়রা হিমু, আবিদ রেহান, শিরিন আলম, রমিজ রাজুসহ আরও অনেকে। নাটকটি রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।
গুল বাহাদুর লজ
মোহনা টিভির দীর্ঘ ধারাবাহিক গুল বাহাদুর লজ। এটি আজ রাত প্রচার হবে। নাটকে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, খুরশীদুর জামান উৎপল, ফজলুর রহমান বাবু, মাসুম রেজা, আগুন, শিউলী শিলা, সাজু খাদেম, ঈশানা, সিদ্দিকুর রহমান, সামস প্রমুখ। গল্প-প্রেম ভালোবাসা ও পারিবারিক গল্পের এ নাটকটি ভিন্নভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে। নাটকের কাহিনীতে দেখা যাবে উচ্চবিত্ত পরিবারের একটি ছেলে ভালোবাসে মধ্যবিত্ত পরিবারের মেয়েকে। তাদের ভালোবাসা গভীর থেকে গভীরে চলে যায়। তার বাবা মেয়েটি গরিব হওয়ায় মেনে নিতে পারছে না। তার মা মেয়েটিকে খুব পছন্দ করে। ছেলে মেয়েটিকে বিয়ে করবেই। নাটকটি প্রযোজনা করেছে জেরিন মিডিয়া।