বলিউডের প্রখ্যাত চিত্রপরিচালক সুভাষ ঘাই এবার তার নতুন চলচ্চিত্র 'কাঞ্চি'তে আবারও নতুন নায়িকা উপহার দিলেন। অনন্য সুন্দরী এই নায়িকার নাম মিষ্টি। যারা এ পর্যন্ত মিষ্টিকে দেখেছেন সবাই বলছেন সত্যিই তিনি মিষ্টি মেয়ে। নির্মাতা বলেন, এ পর্যন্ত আমার ছবিতে 'ম' আদ্যাক্ষরের যত নায়িকা নিয়েছি সবাই আসলে মিষ্টিমুখ এবং 'ম' নামের ভাগ্যে ছবিগুলো এবং সেই নায়িকারা সফল হয়েছেন। এসব নায়িকার মধ্যে রয়েছেন মাধুরী, মনীষা, মহিমা এবং মিনাক্ষী। অতএব, এবার মিষ্টির ভাগ্যেও সফলতার শিকে ছিঁড়বে বলে শতভাগ আশাবাদী সুভাষ ঘাই।