'কত দূরে যাবে বন্ধু'। এটি একটি একক নাটকের শিরোনাম। সাগর জাহানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রহমতুল্লাহ তুহিন। সম্প্রতি কক্সবাজারে নাটকটির শুটিং হয়েছে। নাটকে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোমানা। তার বিপরীতে আছেন অপূর্ব। নাটকের গল্প এগিয়ে যায় মূলত মাহিমা ও আনাফের ভালোবাসার কাহিনীকে আবর্ত করে। মাহিমার ভালোবাসার কাছে বারবার ইচ্ছা করেই ধরা দেয় আনাফ। অথচ ইচ্ছা করলেই আনাফ মাহিমাকে এড়িয়ে চলতে পারত। গল্পের শেষে আনাফকে উদ্দেশ করে একটি চিঠি লিখে যায়। নাটকে মাহিমা চরিত্রে অভিনয় করেছেন রোমানা, আর আনাফ অপূর্ব। নাটক প্রসঙ্গে রোমানা বলেন, 'তুহিন ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। কিন্তু নতুন নাটকটির গল্প আমার কাছে অসাধারণ লেগেছে। পাশাপাশি কো-আর্টিস্ট হিসেবে অপূর্বকে পেয়ে নাটকটি করতে ভালো লেগেছে। দর্শকের প্রতি অনুরোধ ধাকবে নাটকটি দেখার জন্য।' পরিচালক রহমতুল্লাহ তুহিন জানান, আসছে ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। অপূর্ব ও রোমানা সর্বশেষ বি ইউ শুভর পরিচালনায় 'দৃশ্যভ্রম' নাটকে অভিনয় করেছেন দু'মাস আগে।
রোমানা নিজের ক্যারিয়ার শুরু করেন মডেলিং দিয়ে। মাঝে কিছুদিন গানও করেছেন। কিন্তু পরে অভিনয়ে স্থায়ী হন। দীর্ঘদিন নাটকে অভিনয় করে নাম লেখান চলচ্চিত্রে। বেশ কিছু ভালো চলচ্চিত্রে অভিনয়ও করেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন। তবুও নির্মাতাদের অনাগ্রহে তাকে চলচ্চিত্র ছেড়ে দিতে হলো। রোমানা এখন নিয়মিত নাটকেই অভিনয় করছেন।