জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের অসংখ্য সশস্ত্র বাহিনীর সদস্য শান্তিরক্ষায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। গৃহযুদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য, অবকাঠামোগত নানাবিধ সমস্যার মধ্যে নিরলস কাজ করে যাচ্ছেন শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের সেনা সদস্যরা। সম্প্রতি আইভরিকোস্টে শান্তিরক্ষার এসব বাস্তব কার্যক্রমের ভিডিওচিত্র ধারণ করে নির্মাণ করা হয়েছে বিশেষ তথ্যচিত্র। সেনাবাহিনীর সহযোগিতা এবং ড. মাহফুজুর রহমানের নির্দেশনায় এক ঘণ্টার অধিক ব্যাপ্তির অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে রাত ১০টা ৫৫ মিনিটে।
সম্প্রতি মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারের নেতৃত্বে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল গুডউইল মিশনে আইভরিকোস্ট সফর করেন। প্রতিনিধি দলে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ছাড়াও এটিএন বাংলার উপদেষ্টা মীর মো. মোতাহার হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ উপস্থিত ছিলেন। আইভরিকোস্টে জাতিসংঘ মিশনে বাংলাদেশের সেনাসদস্যদের শান্তিরক্ষার কার্যক্রম হিসেবে তাদের অবদান, শান্তিরক্ষা, কমিউনিকেশন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সংস্কৃতি ইত্যাদিসহ সেনাসদস্যদের নিষ্ঠা, পেশাগত দক্ষতা আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশকে বিশ্বের মাঝে উঁচু করে তোলা এবং দেশের সম্মান বাড়ানো ইত্যাদি বিষয়গুলো উঠে এসেছে তথ্যচিত্রে।