তরুণ নির্মাতা রেদওয়ান রনি নিজের নতুন চলচ্চিত্রের নির্মাণ শুরু করেছেন। ছবির নাম 'মরীচিকা'। রনির প্রথম ছবি ছিল 'চোরাবালি'। এটি তার দ্বিতীয় ছবি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে তার এই দ্বিতীয় ছবির নাম নিবন্ধন করেছেন। নিজের লেখা গল্প থেকে চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রেদওয়ান রনি নিজেই।
'মরীচিকা' চলচ্চিত্রের শুটিং শুরু হবে চলতি বছরের আগস্ট মাসে। অভিনয়শিল্পী কারা হচ্ছেন সে বিষয়ে থাকছে চমক, খুব শীঘ্রই ঘোষণা করা হবে চূড়ান্ত পাত্র-পাত্রীর নাম। ছবির গল্প প্রসঙ্গে রেদওয়ান রনি বলেন, 'একটি সত্যিকারের ভালোবাসার গল্প অবলম্বনে কাহিনীটি গড়ে উঠেছে। থাকছে একজোড়া প্রেমিক-প্রেমিকার ভালোবাসার দর্শনের বহিঃপ্রকাশ। সম্পর্কের সুখ-দুঃখগুলোকে নানান ভঙ্গিমায় তুলে আনার চেষ্টা করেছি কাহিনীতে। এখন চিত্রনাট্যের শেষ পর্যায়ের কিছু কাজ করছি।' 'মরীচিকা' ছবিতে থাকবে দুই জোড়া প্রেমিক-প্রেমিকার গল্প। একটি জুটি হবে একেবারেই নতুন অভিনয়শিল্পী। রেদওয়ান রনির প্রথম চলচ্চিত্র চোরাবালি সর্বমোট ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছে। 'মরীচিকা' বছরের শেষে মুক্তি দেওয়া হবে। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এ ছবির নির্বাহী প্রযোজক শুক্লা বণিক।