কিছুদিন বাদেই ভারতের জি-বাংলায় শুরু হবে জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স-৮'। বর্তমানে এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রতিযোগী বাছাইয়ের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় আজ থেকে বাংলাদেশে এর অডিশন রাউন্ড শুরু হবে। আজ চট্টগ্রামে, ২৪ এপ্রিল বগুড়া এবং ২৫ এপ্রিল ঢাকার উত্তরায় অডিশন অনুষ্ঠিত হবে। এতে বিচারক থাকবেন মীরাক্কেল বিজয়ী পলাশ অধিকারী, সংগীত তিওয়ারী ও ডা. কৃষ্ণেন্দু। তারা ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন।
মীরাক্কেলের এবারের অডিশন ও ক্যাম্পেইনে বেশ পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে। তবে এবারের অডিশনেও মীর ঢাকায় আসছেন না।