কানিজ ফাতেমা টিলটির প্রথম একক অ্যালবাম 'রংধনুর মতো তোমার ভালোবাসা'র মোড়ক উন্মোচন হলো। মো. শাহ নেওয়াজের সুর ও সংগীতে এই অ্যালবামে রয়েছে ১২টি গান।
সিডির মোড়ক উন্মোচন করেন- গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আজাদ রহমান এবং তার স্ত্রী সেলিনা আজাদ, সুরকার মো. শাহ নেওয়াজ, কণ্ঠশিল্পী তপন চৌধুরী, এফএম ৯০.৪-এর চেয়ারপারসন ও নৃত্যশিল্পী ডলি ইকবাল, গানের দল প্রাণের দলের শিক্ষক বিমান চন্দ্র বিশ্বাস এবং ফরিদা শাকুর। টিলটি বলেন, 'আমার এবং আমার মায়ের অনেক দিনের স্বপ্ন পূরণ হলো।'