লুকোচুরির পর লুকোচুরি। প্রেমের খবর নিয়ে দীর্ঘদিন মিথ্যা বলে এসেছেন। সবাই প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে রানীর প্রেমের খবর নিয়ে মুখরোচক আলোচনায় মেতে উঠলেও রানী ধমক মেরে সবাইকে থামিয়ে দিতে চেয়েছেন। বলেছিলেন, সবাই বানোয়াট গাল-গপ্পো বন্ধ করুন। মুখে এ কথা বললেও ডুবে ডুবে আদিত্যর প্রেমের পুকুরের জল খেয়েছেন রানী। আর এবার প্রেমিককে বিয়েই করে ফেললেন রানী। ২১ এপ্রিল রাতে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে আদিত্যর সঙ্গে ইতালিতে বিয়ে হয়ে গেল রানীর। বিয়ের গুঞ্জন অনেক দিন ধরে চলে এলেও গত রাতে তাদের বিয়ের খবরটা একদম পাকা বলেই দাবি ভারতের একটি পত্রিকার। এ ছাড়া টুইটারেও রানীর ভক্তরা তাদের নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন। কিন্তু মুখ খুলছেন না আদিত্য-রানী।