ভারতীয় সংস্কৃতি ও সংগীত জগতে রবিশঙ্করের অবদান গভীর। পঞ্চাশের দশকেই তার সংগীতকে সেলুলয়েডে নিজের মতো করে তুলে ধরার কথা ভেবেছিলেন সত্যজিৎ রায়। তার ভাবনার প্রাথমিক পর্বে নিজের কাজের ধারা অনুযায়ী সাদা-কালো জলরঙে মোট ৬৪টি স্কেচ করেছিলেন, সঙ্গে ছিল ক্যামেরার অবস্থান। রবিশঙ্করও ওই খাতা দেখে মুগ্ধ হন। কিন্তু নানা প্রতিকূলতায় সেই ছবি আর খাতার পাতা থেকে সেলুলয়েডে উঠে আসেনি। সেসব স্কেচ দুই মলাটে প্রকাশ করতে যাচ্ছে সত্যজিৎ রায় সোসাইটি ও কলিনস। নাম সত্যজিৎ রায়'স রবিশঙ্কর : অ্যান আনফিল্মড ভিজ্যুয়াল স্ক্রিপ্ট'। বইটি সম্পাদনা করেছেন সত্যজিতের ছেলে সন্দীপ রায়।