ছবির নাম 'যদি এমন হতো'। তবে হতে চলেছে অন্য কিছু। আগেই খবর ছিল পরিচালক রুপালি গুহর এই ছবিতে অভিনয় করতে চলেছেন সুস্মিতা সেন। এমনকি ছবির চিত্রনাট্য পড়ে এতটাই খুশি সুস্মিতা, নিজেই দায়িত্ব নিয়েছেন ছবিটি প্রযোজনা করতে। শুধু বাংলা নয়, সুস্মিতা ও পরিচালক রুপালির ইচ্ছামতো ছবিটি তৈরি হবে হিন্দিতেও। নতুন খবর হলো- এ ছবিতে সুস্মিতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালক রুপালি জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে স্ক্রিপ্ট শুনিয়েছি। তার পছন্দ হয়েছে। তবে এখনো চুক্তি হয়নি। প্রসেনজিৎ বলেন, 'স্ক্রিপ্ট ভালো লেগেছে। সুস্মিতা আছেন আমার সঙ্গে।'