'মিন গার্লস' তারকা লিন্ডসে লোহানের সাবেক প্রেমিকদের বিশাল এক তালিকা ফাঁস হয়েছিল মাসখানেক আগে। তখন চুপ থাকলেও সম্প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হলিউডের এই প্রবলেম সেলিব্রেটি। বিষয়টিকে প্রচণ্ড অপমানজনক এবং হীন বলেই মন্তব্য করেছেন ২৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। লিন্ডসে লোহানের ব্যক্তি ও পেশাজীবনের চড়াই-উৎরাই নিয়ে নির্মিত ডকু সিরিজ 'লিন্ডসে' প্রচার হচ্ছে অপরাহ উইনফ্রে নেটওয়ার্কে। সম্প্রতি টিভি সিরিজটিতে দীর্ঘ প্রেমিক তালিকা ফাঁস প্রসঙ্গে কথা বলেন লিন্ডসে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, 'এ ধরনের বানানো গল্প ফাঁদার বিষয়টি খুবই বিরক্তিকর। এ ঘটনার সঙ্গে আমার কোনো রকম সম্পৃক্ততা নেই।'