গয়নার বাক্স ছবির পর ফের ছবি পরিচালনার দায়িত্ব নিতে চলেছেন অপর্ণা সেন। বাংলা ছবি নয়, হিন্দি ছবি। ছবির নাম ‘সারি রাত’। অনুবাদক প্রতিভা আগরওয়ালের অনুবাদ করা নাট্যকার বাদল সরকারের নাটকই এবার অর্পনার ছবির গল্পের অনুপ্রেরণা।
যেখানে এক দম্পতি ও এক রিফিউজির মধ্যেই সর্ম্পকই ফুটে উঠবে। গোটা গল্পটিই আবর্তিত হবে একটি রাতের ঘটনায়।
বহুদিন আগেই অর্পনা সেন প্ল্যান করেছিলেন ছবিটি তৈরি করবেন নাসিরুদ্দিন শাহ, টাব্বু ও রাজেশ শর্মাকে নিয়ে। তবে নানা সমস্যায় তা হতে না পারায়, অপর্ণার এই ছবিতে এখন অভিনয় করতে চলেছেন অঞ্জন দত্ত, কঙ্গনা সেন শর্মা ও ঋত্বিক চক্রবর্তী। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে থাকছেন শীর্ষ রায়।