ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরের মতো বলিউড তারকাদের পেছনে ফেলে ইন্টারনেটে ঝুঁকি বিবেচনায় সবচেয়ে বিপজ্জনক বলিউডি তারকা নির্বাচিত হলেন সানি লিওন।
এ তালিকার শীর্ষ দশের মধ্যে পুরুষ তারকা হিসেবে ঠাঁই পেয়েছেন শুধুমাত্র সালমান খান। অ্যান্টি ভাইরাস সফটওয়্যার কোম্পানি ম্যাকাফি পরিচালিত অনুসন্ধানে ইন্টারনেটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তারকা হিসেবে উঠে এসেছে সানি লিওনের নাম।
ম্যাকাফি জানাচ্ছে, ইন্টারনেটে সানিকে খুঁজতে গেলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। যে কোনও সার্চ ইঞ্জিনে সানি লিওন নামটি লিখলেই ম্যালওয়্যারসমৃদ্ধ ওয়েবসাইটের ফাঁদে পড়ার সম্ভাবনা ৯ দশমিক ৯৫ ভাগ। ম্যাকাফির প্রতিরক্ষা বিভাগের বিশেষজ্ঞরা এমন চমকপ্রদ তথ্য সম্প্রতি প্রকাশ করেছেন।
খবর দিয়েছে ম্যাক্স ইন্ডিয়া ডট কম ও মিড ডে। ম্যাকাফি আরও জানাচ্ছে , বিপজ্জনক তারকা সানি লিওনের পরেই আছেন ক্যাটরিনা কাইফ। ইন্টারনেটে তাকে খুঁজতে গেলে ঝুঁকির মাত্রা ৮ দশমিক ২৫ শতাংশ। বিপজ্জনক তারকার তালিকায় তৃতীয় স্থানে আছেন কারিনা কাপুর।
ইন্টারনেটে তাকে খুঁজলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের ঝুঁকি ৬ দশমিক ৬৭ শতাংশ। ৬ দশমিক ৫০ ও ৫ দশমিক ৫৮ শতাংশ ঝুঁকি থাকায় পরবর্তী দুটি স্থানে আছেন যথাক্রমে প্রিয়াংকা চোপড়া ও বিপাসা বসু।
ঝুঁকি তালিকার শীর্ষ দশে আছেন বিদ্যা বালান, ঐশ্বরিয়া রাই বচ্চন, দিপীকা পাড়ুকোন ও পুনম পান্ডে।
এই বিষয়ে ম্যাকাফি পরামর্শ হচ্ছে, এসব বলিউড তারকার খোঁজে যারা ইন্টারনেটে যাবেন তারা যেন এন্টি ভাইরাস নিশ্চিত করেন কম্পিউটারে।