আনুষ্ঠানিকভাবে রানী-অাদিত্যের বিয়ে হয়ে গেল সোমবার সন্ধ্যায়। এবারের পর্ব 'মধুচন্দ্রিমা'। কয়েকদিনর জন্য নতুন এই দম্পতি যাচ্ছেন ইউরোপের আল্পস পর্বতে। মুখার্জি বাড়ির মেয়েটি স্বামীকে বোঝাতে চেয়েছেন ইউরোপিয়ান কান্ট্রিসাইডে মধুচন্দ্রিমা কাটানোর বিষয়ে।
এদিকে, মধুচন্দ্রিমার পর রানী মুম্বাই ফিরে আদিত্যর বাড়িতেই বসবাস শুরু করবেন। তবে তিনি কৃষ্ণা কটেজ (জুহুতে রানির বাসস্থান) এবং আদিত্য চোপড়ার বাড়িতে ভাগাভাগি করে থাকবেন। কারণ রানীর বাবা ভীষণ অসুস্থ। বিয়ে হয়ে গেলেও বাবার পাশে থাকতে চান তিনি। অপরদিকে, আদিত্যের মায়ের সঙ্গে নাকি রানী মুখার্জির সম্পর্ক এখনও ঠিক সহজ নয়।