গোটা বলিউডকে চমকে দিয়ে টুক করে সাত পাকে বাঁধা পড়লেন রানী মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়া। বহুদিন ধরে প্রেমের সর্ম্পকে আবদ্ধ থাকা স্বত্বেও, দিনের পর দিন তিনি পিছিয়ে যাচ্ছিলেন বিয়ের তারিখ।
বলিউড গুঞ্জনকেও নানাভাবে উসকে দিচ্ছিলেন রানী-আদিত্য। তবে গত সোমবার ইতালির কান্ট্রিসাইডে টুক করে রানি-আদিত্যর গোপন বিয়ে। সেই গুঞ্জনে একদিকে যেমন ইতি টানল, তেমনি সূচনা করল নতুন গসিপের।
রানীর বিয়ের এত তাড়াহুড়ো কেন?
বলিউডের হাওয়ায় রটেছে বাবা রাম মুখোপাধ্যায়ের অসুস্থতার কারণেই চট জলদি বিয়ে করতে বাধ্য হন রানী।
জানা গেছে, প্রায় তিন সপ্তাহ ধরে রানীর বাবা ভর্তি রয়েছেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। তার শারীরিক অবস্থার দিন দিন অবনতির পথে। এই অবস্থায় রানীর বাবার ইচ্ছে পূরণের জন্য আদিত্য চোপড়াই নাকি দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত নেন। আর সেই মতই ১৯ এপ্রিল ইতালিতে ঠিক করা হয় বিয়ের আয়োজন।।
মুখার্জি পরিবার ও চোপড়া পরিবারের লোকজনেরাই চট জলদি ঠিক করে ফেলেন বিয়ের সাজসরঞ্জাম। মুম্বাই থেকে ইতালিতে উড়ে যান বাঙালি পণ্ডিতও। বাঙালি মতেই বিবাহবন্ধনে আবদ্ধ হয় রানী ও আদিত্য। রানীর বিয়েতে বলিউড থেকে একমাত্র হাজির ছিলেন পরিচালক করণ জোহর।