হলিউডের জনপ্রিয় মুভি 'টুইলাইট' সিরিজের তারকা রবার্ট প্যাটিনসন ক্যাটি পেরির বান্ধবী ক্লিও ওয়েডের সঙ্গে প্রেম করছেন বলে জানা যায়। ক্যাটি পেরি 'টুইলাইট' মুভির আরেক জনপ্রিয় অভিনেত্রী। আর ওয়েড পেরির বেশ ঘনিষ্ঠ বন্ধু।
কনট্যাক্টমিউজিক.কম তাদের এক প্রতিবেদনে জানায়, প্যাটিনসন ওয়েডের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করেছেন। প্যাটিনসন, পেরি ও ওয়েড কচেল্লা ভ্যালি মিউজিক ও আর্ট ফেস্টিভালে তাদের বেশির ভাগ সময় একত্রে কাটিয়েছেন।