আবারও উদ্ধার করা হবে রানা প্লাজার সেই রেশমাকে। তবে বাস্তবে নয় বড় পর্দায়। সাভারের আলোচিত রানা প্লাজা ট্র্যাজেডির একবছর আজ। সেই ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণ করেছেন নজরুল ইসলাম খান। এর চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন তিনি নিজেই। মূলত ভয়াবহ সেই ঘটনাকে তুলে ধরতেই তার এই প্রচেষ্টা। বর্তমানে এটি সেন্সরে রয়েছে। 'রানা প্লাজা' নামে এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পরিমনি। তার বিপরীতে সাইমন।
আলোচিত সেই পোশাক শ্রমিক রেশমা চরিত্রে দেখা যাবে পরিমনিকে। এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরিমনি বলেন, এই ছবির মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে আমার। চেষ্টা করেছি সেই পোশাক কন্যা রেশমা চরিত্রটি ফুটিয়ে তুলতে। জানিনা কতটুকু পেরেছি। বাকিটা না হয় দর্শকরাই বিচার করবেন।
অন্যদিকে সাইমন জানান, ছবিটির গল্প শুনেই ভালো লেগেছে। কিছুটা শঙ্কাও কাজ করেছে। কারণ এমন একটি ভয়াবহ ঘটনা বড়পর্দায় ফুটিয়ে তোলা খুব একটা সহজ কাজ নয়।
এছাড়া ছবিটির ব্যাপারে যথেষ্ট আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালক নজরুল ইসলাম খান। তিনি বলেন, ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নরসিংদী এবং সাভারের বিভিন্ন লোকেশনে এ ছবির শুটিং হয়েছে। এমএ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ ছবিটি ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।