'ছুঁয়ে দিলে মন' চলচ্চিত্র নিয়ে প্রস্তুতি কেমন?
ভয়াবহ প্রস্তুতি চলছে... হা হা হা...। শাহীন ভাই [শিহাব শাহীন] খুব খুঁতখুঁতে মানুষ। তাই আমাদের দৌড়ের ওপর রেখেছেন। আমি, শুভ [আরিফিন শুভ] নিয়মিত রিহার্সেল করছি।
চলচ্চিত্রের জন্য রিহার্সেল? আমাদের ইন্ডাস্ট্রিতে তো এটা বিরল ঘটনা।
ওই যে বললাম, শাহীন ভাই খুব খুঁতখুঁতে মানুষ। তিনি আমাদের পর্দা রসায়নটা কেমন হবে তা পরখ করে দেখতে চাইছেন। তাই রিহার্সেল। আর ভালো কাজের জন্য রিহার্সেল জরুরি। আমাদের ইন্ডাস্ট্রিতে রিহার্সেল হয় না, এটা ঠিক। কিন্তু ভালো চলচ্চিত্রের একটা জোয়ার তৈরি হয়েছে। সামনে নির্মাতারা প্রয়োজনীয়তা অনুভব করলে রিহার্সেলে যাবেন। বিশ্বের অন্যান্য দেশে কিন্তু রিহার্সেল হয়।
নির্মাতারা রিহার্সেল করতে চাইলেও শিল্পীরা সময় দেবেন কিনা, তা চিন্তার বিষয়।
ভালো কাজের প্রতিশ্রুতি পেলে নিশ্চয়ই সময় দেবেন। আমরা তো দিচ্ছি। শুভ অনেক ব্যস্ত। তবুও সময় বের করে রিহার্সেল করছে।
শুটিং শুরু হচ্ছে কবে?
আগামী ৩ মে থেকে আমরা শুটিংয়ে যাচ্ছি। মাঝে বিরতি থাকবে এক সপ্তাহ। এর পর আবার শুরু হবে। টানা শুটিং। কিন্তু আমি খুব ভয়ে আছি। যে গরম পড়েছে, কি যে হয়। জীবনেও এত গরম দেখিনি।
আপনার চরিত্র নিয়ে ভেবেছেন?
হুম, নিয়মিতই ভাবছি। সাধারণ চরিত্র ফুটিয়ে তোলা সাধারণ কাজ না। তাই ভাবতে হচ্ছে। চরিত্রের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। শাহীন ভাই নিয়মিত স্ক্রিপ্ট কারেকশন করছেন। আমিও নিয়মিত সেভাবে প্রস্তুতি নিচ্ছি।
আপনি তাহলে খুব সিরিয়াস অভিনয় নিয়ে?
ভালো নির্মাতা, ভালো গল্প, ভালো কাজের প্রতিশ্রুতি পেলে সিরিয়াস তো হতেই হয়। শুভও খুব সিরিয়াস। আমরা বুঝতে পারছি, খুব ভালো একটা চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি আমরা।
আপনার আরেকটি চলচ্চিত্র আছে, 'প্রেম করবো তোমার সাথে'।
শুটিং শেষ। এখন ডাবিং করব। ছবিটিতে অভিনয় করে ভালো লেগেছে।
আপনার অভিনয়ের প্রশংসা ছড়িয়েছে এরই মাঝে।
তাই নাকি! আমাকে এডিটিং প্যানেল থেকে মাঝে-মধ্যে অনেকে ফোন দেয়। বলে খুব ভালো অভিনয় করেছি। অভিনয়ের প্রশংসা শুনলে ভালো লাগে খুব।
চলচ্চিত্রেই কি নিয়মিত হবেন?
ইচ্ছে তো আছে। আমি দর্শকের জন্য অভিনয় করি। তাদের কাছাকাছি যেতে চাই। আর দর্শকের কাছাকাছি যাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম চলচ্চিত্র। নতুন কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা চলছে।
তাহলে নাটক?
নাটক দিয়েই তো আমি পরিচিত। পড়েছিও একই বিষয়ে। উৎসব-পার্বণে নাটকে অভিনয় করব।
- শোবিজ প্রতিবেদক