ঈদ আসতে এখনো বাকি অনেক দিন। কিন্তু শুরু হয়ে গেছে ছবি মুক্তির তোড়জোড়। এরই মাঝে চূড়ান্ত হয়ে গেছে, বাপ্পি-মাহির 'হানিমুন' ছবিটি ঈদে মুক্তি পাবে। ছবির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া তথ্যটি জানিয়েছে। এরই মধ্যে হল বুকিংয়ের কাজও চলছে বলে জানান প্রতিষ্ঠানটির সিইও শীষ মনোয়ার। তিনি বলেন, 'অগি্ন ছবির মতো হানিমুন ছবিটিও আমাদের অনেক ব্যয়বহুল ছবি। তাই অগি্ন যেমন ভালোবাসা দিবসে মুক্তি দিয়েছিলাম, তেমনি হানিমুন ছবিটিও বিশেষ দিনে মুক্তির সিদ্ধান্ত নিয়েছি আমরা।'
রোমান্টিক অ্যাকশন ঘরানার 'হানিমুন' ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি। সাফি বলেন, 'হানিমুন নিয়ে শুরু থেকেই বলে আসছি এটি মন ছুঁয়ে যাওয়ার ছবি। ছবিটিকে প্রাণবন্ত এবং আকর্ষণীয় করে তুলতে যা যা করা দরকার, তার সবই করেছি।'
মাহি ও বাপ্পি ছাড়াও 'হানিমুন' সিনেমায় আরও দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম এবং আহমেদ শরীফ।