প্রকৃতি এবং মানুষের মনস্তাত্বিক ঈদের জন্য একটি একক নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। 'গাছ ও পাতা' শিরোনামের এ নাটকটি রচনা করেছেন মাহবুব তালুকদার। নাট্যরূপ ও পরিচালনা করেছেন নাহিদ আহদেম পিয়াল। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, আমরা অনেকেই বুঝে কিংবা না বুঝে বিভিন্নভাবে পরিবেশের ক্ষতিসাধন করছি। ফলে বিভিন্ন রকমের পরিবেশ বিপর্যয় ঘটছে। এর কুফল আমাদেরই বহন করতে হচ্ছে। এ বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগতভাবে ভীষণ উদ্বিগ্ন। এবার ঠিক এ ধরনেরই একটি পরিবেশ সচেতনতামূলক নাটকে অভিনয় করতে পেরে ভালো লাগছে। আশা করি, নাটকটি দেখে দর্শকরা বিনোদনের পাশাপাশি পরিবেশ সচেতনতার গুরুত্বপূর্ণ বেশ কিছু বার্তাও পাবেন।
'গাছ ও পাতা' নাটকের গল্পে দেখা যাবে- মৌ গাছের প্রতি ভালোবাসার কারণে একটি নার্সারি থেকে চারা কিনতে যান। গাছের চারাটি কেনার পর মুগ্ধ হয়ে বলেন, চারাটি তো বেশ সুন্দর! মৌয়ের এ কথা শুনে নার্সারিতে উপস্থিত এক মাস্তানও অনুরূপ একটি গাছের চারা কেনেন। মূলত প্রকৃতি ও পরিবেশের প্রতি মানুষের ভালোবাসার বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে।