শাবনূর চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েছেন অনেক দিন হলো। বিয়ে, সংসার, সন্তান নিয়ে বিদেশ বিভুঁইয়ে আছেন তাও অনেক দিন। এখন তার হাতে কোনো ছবিও নেই। তারপরও প্রতি বছর অন্তত একটি করে হলেও ছবি মুক্তি পাচ্ছে তার। গত বছর মুক্তি পেয়েছে তার অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'কিছু আশা কিছু ভালোবাসা' ছবিটি। একই সঙ্গে দীর্ঘদিন আগে কাজ শেষ করা 'শিরি ফরহাদ'ও মুক্তি পেয়েছে গত বছর। আর এ বছর মুক্তি পাবে 'অবুঝ ভালোবাসা'। এ ছবির নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বেশ কয়েক বছর আগে কাজ শেষ করলেও প্রযোজনা সংস্থার সমস্যার কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হচ্ছে। শীঘ্রই এটি সেন্সর বোর্ডে জমা পড়বে। এর পর ঈদ অথবা ঈদের আগেই মুক্তি দেওয়া হবে। প্রেমের গল্পে নির্মিত এই চলচ্চিত্রে শাবনূরের বিপরীতে রয়েছেন ইমন। চলচ্চিত্রকার এবং দর্শকের কথায়, অনেকে বলছেন শাবনূর ফুরিয়ে গেছেন। বড় পর্দা থেকে বিদায় নিয়েছেন তিনি। আর কখনো দেখা যাবে না তাকে। কিন্তু আমরা আমাদের প্রিয় অভিনেত্রীকে প্রতিবছরই ছবিঘরের পর্দায় খুঁজে পাচ্ছি। আমাদের প্রত্যাশা আবারও নিয়মিত অভিনয় করবেন তিনি এবং আগের মতো বেশি পরিমাণে ছবি উপহার দেবেন অভিনেত্রী শাবনূর। এদিকে জুন মাসে সন্তানসহ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন এই দর্শকপ্রিয় অভিনেত্রী।