বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে কাল মুক্তি পাচ্ছে ফ্যান্টাসি অ্যাকশন ছবি 'আই, ফ্রাঙ্কেনস্টাইন'। কেভিন গ্রেভিয়াক্সে গ্রাফিক উপন্যাস 'আই, ফ্রাঙ্কেনস্টাইন' অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন স্টুয়ার্ট বিটি। ত্রিমাত্রিক প্রযুক্তির এ ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ২৪ জানুয়ারি। এতে অভিনয় করেছেন অ্যারন এখার্ট, বিল নাইহি, জোভন স্ট্রাভস্কি, মিরান্ডা অটো, কেভিন গ্রেভিয়াক্স প্রমুখ। ১৭৯৫ সালে ড. ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন এক দৈত্যের মৃতদেহ থেকে একটি আত্মাহীন জীব সৃষ্টি করে এবং তারপর এটি প্রত্যাখ্যান করে। জীবটি ভিক্টরের স্ত্রী এলিজাবেথকে হত্যা করে। ২০০ বছর পরে অ্যাডাম ফিরে আসে এবং এক আধুনিক সমাজের সন্ধান পায়।