ধারাবাহিক 'টক্কোনাথ'
এনটিভিতে গতকাল থেকে শুরু হয়েছে ধারাবাহিক নাটক 'টক্কোনাথ'। আজ নাটকটির দ্বিতীয় পর্ব প্রচার হবে রাত ৯.৪৫ মিনিটে। ওয়াহিদ আনামের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- এ টি এম শামসুজ্জামান, হাসান মাসুদ, মৌসুমী হামিদ, সিদ্দিক, আরফান, ম ম মোর্শেদ, শবনম পারভীন, শামীমা নাজনীন প্রমুখ। 'চামারু কামারু দুই ভাই। ছোটবেলা থেকেই তারা নানা ধরনের চুরি বাটপারি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। ঢাকায় এক উঁচু পর্যায়ের নেতার বাসায় চুরি করার পর পুলিশ প্রশাসন তাদের ওপর ভীষণ ক্ষিপ্ত হয়। এই ভয়ে তারা ঢাকা ত্যাগ করে একটি মফস্বল শহরে চলে আসে।
শৈল সমতলে
বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নিজস্ব মাতৃভাষার গান নিয়ে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান 'শৈল-সমতলে'। আতিয়ার রহমান আতিয়ারের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পিংকি তঞ্চংগ্যা। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কঙ্বাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ভানগাছের মনোরম সব লোকেশনে চিত্রায়িত হয়েছে অনুষ্ঠানের গানগুলো। গানের মাধ্যমে উঠে এসেছে পাহাড়, নদীসহ প্রাকৃতিক সব সৌন্দর্যমণ্ডিত স্থান। সংগীতানুষ্ঠান 'শৈল সমতলে' প্রচার হবে আজ রাত ১১টায় এটিএন বাংলায়।
সোনালী মেঘের ভেলা
দেশ টিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক সোনালী মেঘের ভেলা। এম আসলাম লিটনের রচনা এবং পরিচালনা করেছেন তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপন। নাটকে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, ওয়াহিদা মলি্লক জলি, মাসুদ আলি খান, শাহাদাত হোসেন, সারা যাকের। গল্পে দেখা যাবে- মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত মেয়ে অনন্যা। নিজেকে আত্দনির্ভরশীল করে গড়ে তুলতে চায়। কিন্তু বড়ভাই সাবি্বর তার বিয়ে দিয়ে দিতে চায়।
রেইনফরেস্টে
প্রথমবারের মতো বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের ইতিহাসে সম্পূর্ণ নতুন, ক্ল্যাসিক এবং ইনোভেটিভ আইডিয়া নিয়ে প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় এসএ টিভিতে প্রচার হচ্ছে সিরিজ নাটক 'রেইনফরেস্ট'। বিভিন্ন সময়ে শ্রোতার মন ছুঁয়ে যাওয়া জনপ্রিয়, বৈচিত্র্যপূর্ণ ও নাটকীয় সব গানের ভাব অবলম্বনে নির্মিত এই নাটক ইতোমধ্যেই দর্শকপ্রিয়তার শীর্ষে পেঁৗছেছে বলে জানিয়েছেন এসএ টিভি কর্তৃপক্ষ। এ নাটকের প্রতিটি আলাদা আলাদা গানের গল্পে এ পর্যন্ত অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র তারকা আমিন খান, সজল, কুসুম শিকদার, বিন্দু, ফারহানা মিলি, নাইম, কল্যাণ, শাহেদ আলী সুজনসহ আরও অনেকে। এবার সিরিজে প্রথমবারের মতো যুক্ত হলেন জনপ্রিয় তারকা ভাবনা।
মাগো তোমার জন্য
এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'মাগো তোমার জন্য'। প্রসূন রহমানের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন ডলি জহুর, তানভিন সুইটি, রুনা খান, নোভা ফিরোজ, অর্ষা, মিতা নূর, দিহান, তমালিকা কর্মকার, ভাবনা, মীর সাবি্বর, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মাজনুন মিজান, সিদ্দিক, বাবর, ফারুক আহমেদ, অলিউল হক রুমি, শর্মি মালা, শামীমসহ বেশ কয়েকজন আরব ভাষাভাষী অভিনেতা ও এশিয়ার নানা দেশের অসংখ্য শ্রমিক। প্রয়োজন অনুযায়ী কর্মসংস্থানের অভাব, বেকারত্ব ও হতাশা থেকে মুক্তি, সংসারে স্বাচ্ছন্দ্য আনার প্রয়োজন, একটু বাড়তি আয়ের স্বপ্ন; কত কারণেই অভিবাসী শ্রমিক হয় এদেশের হাজারো তরুণ-যুবা। দেশ ছেড়ে পা বাড়ায় বিদেশের মাটিতে। ধানী জমি, হালের গরু, স্ত্রীর গয়না, ভিটেমাটি বিক্রি আর মায়ের অাঁচল ফুটো করে পরবাসী হয় একটু সুখের আশায়। দালালের খপ্পর, এজেন্টের কমিশন, পদে পদে বাড়তি ফি আর নানা অনিয়মের ঘেরাটোপ পেরিয়ে অনেকেই শেষ পর্যন্ত বিদেশ নামের সোনার হরিণের দেখা পায়। কিন্তু যে জমিটুকু বিক্রি করে, স্ত্রীর যে গয়না বন্ধক রেখে বিদেশে যায় তারা কি তা আবার ফিরিয়ে দিতে পারে।
ঘর মন জানালা
জিটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান 'ঘর মন জানালা'। ঘর মন জানালা মানুষের মন ও মনস্তাত্তি্বক বিষয়ক একটি সরাসরি অনুষ্ঠান। আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটন-অঘটন, সম্পর্কের অপূর্ণতা, টানাপোড়েন নিয়েই সাজানো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে আসবে আমাদের না বলা কথা, মিলবে মনের হাজারো প্রশ্নের উত্তর, জাগবে নতুন প্রাণ, নির্দেশনা পাবে অমীমাংসিত সম্পর্ক। প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণ করবেন মনোবিজ্ঞানী ফরিদা আক্তার। অনন্ত জাহিদের প্রযোজনায় ও শবনম আজীমের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ রাত ১১টায় সরাসরি সম্প্রচার করা হবে।
স্টাইল অ্যান্ড ফ্যাশন
ফ্যাশন কি শুধুই একগাদা গহনা বা রং-বেরংয়ের পোশাকে নিজেকে ঢেকে দেওয়া? যারা জানে আসল ফ্যাশন তারা নিশ্চয়ই বলবেন, না। ফ্যাশন মানে নিজেকে মানানসই সাজে আর পোশাকে স্মার্টভাবে উপস্থাপন। তা হতে পারে ভারী কোনো সাজ, আর রং-বেরংয়ের পোশাক অথবা হাল্কা সাজে সাধারণ পোশাকেও একজন হয়ে উঠতে পারে অনন্যা, অসাধারণ। সব কিছুই নির্ভর করে আপনার ফ্যাশন ভাবনার ওপর। আপনাকে আরও স্টাইলিস্ট এবং আরও আকর্ষণীয় করতেই প্রচার হচ্ছে স্টাইল বিষয়ক এক ব্যতিক্রমী অনুষ্ঠান স্টাইল অ্যান্ড ফ্যাশন। দেশটিভির স্টাইল অ্যান্ড ফ্যাশন বিষয়ক এ অনুষ্ঠানটি প্রচার হবে বৃহম্পতিবার ৮.১৫ মিনিটে। আমজাদ সুজনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জেবিন।
টকশো : সোজা কথা
চলমান রাজনীতি, অর্থনীতি, সামাজিক-সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ নিয়ে দেশটিভিতে শনিবার থেকে বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হয় টকশো সরাসরি অনুষ্ঠান 'সোজা কথা'। উপস্থাপনায় মুহাম্মদ জাহাঙ্গীর, মুনীরুজ্জামান ও সুকান্ত গুপ্ত অলক। অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্ট রাজনীতিক, অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শিক্ষক, সংসদ সদস্য ও মন্ত্রীবর্গ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মশিউর রহমান খান নিবিড়।