এবার সত্যি সত্যি বিয়ের বাদ্য বাজছে রাইমা সেনের। এর আগে একবার বিয়ের বিষয়ে সব পাকাপোক্ত হয়ে গিয়েছিল তার। রাইমা নিজেই সেই বিয়ের কথা ছড়িয়েছিলেন। আংটি বদলের ছবিও পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু পরিবারের চাপে তা আর মন্ত্র পড়া পর্যন্ত গড়ায়নি। কিন্তু এবার সত্যিই রাইমা বিয়ে করতে যাচ্ছেন। কলকাতার চলচ্চিত্রপাড়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। দিলি্লর অধিবাসী এক পাঞ্জাবি ব্যবসায়ীকেই বর হিসেবে বেছে নিচ্ছে রাইমার পরিবার।