গত বছর ইমন-নিপুণ জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় এসেছিলেন শাহিন কবির টুটুলের 'এই তো ভালোবাসা' চলচ্চিত্রে। এবার এই জুটি আবার দর্শক মন রাঙাতে আসছে 'মায়ের মমতা' চলচ্চিত্র নিয়ে। মোস্তাফিজুর রহমান বাবু নির্মিত এ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে আগামীকাল। পারিবারিক ও প্রেমের গল্পে নির্মিত চলচ্চিত্রটির সফলতার ব্যাপারে নির্মাতা বাবু, নায়ক ইমন এবং নায়িকা নিপুণ আশাবাদী। তাদের কথায় বর্তমান সময়ের প্রেক্ষাপটে পারিবারিক-সামাজিক জীবনের নানা ইতিবাচক এবং নেতিবাচক দিক বিনোদনমূলকভাবে চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে। চলচ্চিত্রটির গানগুলোও শ্রুতিমধুর। সব মিলিয়ে দীর্ঘদিন পর দর্শকদের পছন্দের চলচ্চিত্র হিসেবে মুক্তি পাচ্ছে 'মায়ের মমতা'।