প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ছবির শুটিংয়ের জন্য কান চলচ্চিত্র উৎসবে যোগ দেবেন না বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। একটি আন্তর্জাতিক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এ বছর ৬৭তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার কথা ছিল ক্যাটের। কিন্তু প্রেমিক রণবীরের জন্য এ যাত্রা বাতিল করেছেন তিনি। রণবীরের সঙ্গে নতুন ছবি 'জাগগা জাসুস'র শুটিং করছেন ক্যাট। পরিচালক অনুরাগ বসুর সঙ্গে এ ছবিটি প্রযোজনাও করছেন রণবীর। এদিকে হৃতি্বক রোশনের সঙ্গে 'ব্যাং ব্যাং' ছবির শুটিং নিয়ে বেশ কিছু দিন ব্যস্ত থাকার পর এবার খানিকটা অবসর জুটেছে ক্যাটের। তবে এ সময়টি কান উৎসবে না কাটিয়ে বরং 'জাগগা জাসুস'র শুটিং শেষ করার সিদ্ধান্ত তার।