হলিউডের রিয়েলিটি শো তারকা কিম কারদেশিয়ান বিয়ের আগে ওজন কমানো শুরু করেছেন। বিয়ের সময় তোলা ছবিগুলোতে তাকে যেন মোহনীয় লাগে এ জন্য এই কর্মসাধন করছেন। ৩৩ বছর বয়সী এই তারকা এক মাস পর বিয়ে করতে যাচ্ছেন। তাই বিয়ের প্রস্তুতি হিসেবে ডায়েট করা শুরু করে দিয়েছেন। বিয়েটা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। আর সেই অধ্যায়কে ফ্রেমবন্দী করার আগে নিজেকে শানিয়ে নিয়ে আকর্ষণীয় করার জন্য উঠেপড়ে লেগেছেন। তার সহকারী জানান, প্রতি সপ্তাহেই একটু করে কিম ওজন কমাচ্ছেন। আর এ জন্য মদ পানও ছেড়ে দিয়েছেন কারদেশিয়ান। শুধু রাতে খাবারের পর এক গ্লাস রেড ওয়াইন পান করেন।