ভারতীয় বক্সিং তারকা মেরি কমের জীবনী নির্ভর ছবির শ্যুটিং করতে গিয়ে প্রতিপক্ষের ঘুষি খেয়ে মুর্ছা গেলেন প্রিয়াঙ্কা। এর আগে এই ছবির শ্যুটিং করতে গিয়ে হাতে ব্যাথা পেয়েছিলেন তিনি।
জানা যায়, এই ছবির জন্য একটি বক্সিং ম্যাচের শ্যুট করছিলেন প্রিয়াঙ্কা। আর তার প্রতিপক্ষ হিসেবে ছিলেন একজন সত্যিকারের বক্সার। তার ঘুষি সময়মতো কাটাতে না পেরেই মাটিতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ ঘটনা জানা গেছে একজন মেকআপ আর্টিস্টের কাছ থেকে। ঘুষি খাওয়ার পরের দিন মেকআপ করার সময়ে প্রিয়াঙ্কার ডান চোখের নিচে কালসিটে দেখতে পান তিনি।
ঘুষির কারনে প্রিয়াঙ্কা অসুস্থ হয়ে যাওয়াতে একঘন্টা শ্যুটিং বন্ধ করে দিতে হয়। তবে তার আঘাত খুব একটা গুরুতর নয় বলেই জানা গিয়েছে।