সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় আবারো দর্শকদের মনোরঞ্জন করতে হাজির হতে যাচ্ছে 'হাউজফুল' সিনেমার তৃতীয় কিস্তি। তবে পরিচালকের আসনে বসবেন অন্য কেউ।
হাইসফুল সিরিজের প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন সাজিদ খান। কিন্তু এবারের সিনেমাটি পরিচালনা করবেন ফরহাদ-সাজিদ জুটি। এই দুই ভাই সাজিদ শ্যামজি এবং ফরহাদ শ্যামজি মূলত চিত্রনাট্যকার হিসেবেই বলিউডে সুপরিচিত। 'বোল বচ্চন', 'রেডি', 'গোলমাল রিটার্নস', 'হাউজফুল টু', 'গোলমাল থ্রি'-র মতো কমেডি ধাঁচের সিনেমাগুলোর চিত্রনাট্য লিখেছেন তারা।
এদিকে অন্য এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনেতাদের মধ্যে অক্ষয়, রিতেশ এবং অভিষেক নিশ্চিতভাবে কাজ করছেন। কিন্তু জ্যাকুলিন অভিনয় করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। প্রথম সারির আরও দুজন নায়িকাকে সিনেমায় নেওয়ার কথা চলছে।
‘হাউজফুল থ্রি’ মুক্তি পাবে চলতি বছরের ৮ অগাস্ট।