আলিয়া ভাট বলিউডের এসময়ের নবাগত জনপ্রিয় অভিনেত্রী। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার', 'হাইওয়ে' এবং সদ্য মুক্তি পাওয়া 'টু স্টেটস' সিনেমা দিয়ে বলিউডে নিজের শক্ত ভিত তৈরি করেছেন তিনি। কিন্তু শোনা যাচ্ছে আলিয়ার বোন সাহিনও চলচ্চিত্র অঙ্গনে পা রাখতে যাচ্ছেন।
বলিউডের বেশ কয়েকজন নামজাদা পরিচালকদের নজর পড়েছে সাহিনের দিকে। তারা চিত্রনাট্য নিয়ে ঘোরা-ফেরা করছেন ভাটের বাড়িতে। এর মধ্যে রয়েছেন পরিচালক করণ জোহর এবং ইমতিয়াজ আলিও। এই দুই পরিচালকের হাত ধরেই আলিয়ার সাফল্যের যাত্রা।
ইতিমধ্যেই ফ্যাশন জগতে সাহিনের বেশ পরিচিতি। ল্যাকমে থেকে শুরু করে উইলস ফ্যাশন উইকে ফ্যাশন জগতে রঙিন ছাপ ফেলেছেন সাহিন। তবে অভিনয়ের প্রতি তার ঝোঁক কম। বরং বাবার মতো পরিচালনায় আসতে চান সাহিন।