মুম্বাইয়ে লোকসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল। তার ঠিক একদিন আগে ২৩ এপ্রিল ফ্লোরিডাতে অনুষ্ঠিত হবে আইফা অ্যাওয়ার্ড। এতে যোগ দিতে সোনাক্ষি সিনহা, সাইফ আলি খান, বিবেক ওবেরয়, ইমতিয়াজ আলি ইতিমধ্যেই উড়ে গিয়েছেন সেখানে।
অন্যদিকে লোকসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আইফাতে যাচ্ছেন না রণবীর কাপুর, শাহরুখ খান ও অমিতাভ বচ্চন। তবে শুধু শাহরুখ, রণবীর, বিগবি নয়, বলিউডের বেশ নামিদামি সেলিব্রেটিরাই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্যই তখন মুম্বাইয়ে থাকতে চান।
জানা যায়, আইফা উপলক্ষ্যে শহীদ কাপুর, রিচা চড্ডা, শাবানা আজমি ইতিমধ্যে ফ্লোরিডায় পৌঁছেছেন। অন্যদিকে আমির খান, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, ফারহান আখতার সিদ্ধান্ত নিয়েছেন ভোট দিয়ে তারা রওনা হবেন ফ্লোরিডার উদ্দ্যেশে। তবে ভোটের কারণে আইফাকে একেবারেই এড়িয়ে গেছেন বিগবি, রণবীর ও শাহরুখ।