হ্যালো...
হুম, হ্যালো। বলুন।
এত ভয়াবহ গরমের মধ্যে শান্ত কণ্ঠে কথা বলেন কীভাবে?
গরমের কারণেই আমি কাহিল। তাই দুর্বল হয়ে শান্ত স্বরে কথা বলছি। জাহিদ ভাইয়ের [জাহিদ হাসান] ধারাবাহিক 'উড়ো মন'র শুটিং করতে সিরাজগঞ্জ গিয়েছিলাম। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে গিয়েছি।
আর কাজকর্মের খবর কী?
এই তো কাজ করছি। এখন আছি 'আমাদের গল্প' শিরোনামের একটি টেলিফিল্মের সেটে। রাজু আহমেদ নির্মাণ করছেন এটি। বাবা-মেয়ের গল্প নিয়ে এটি নির্মিত হচ্ছে।
ঈদের কাজ?
বেশ কয়েকটি নাটকে অভিনয়ের জন্য শিডিউল দিয়েছি। তবে ২৮ মে আমি মালয়েশিয়া যাচ্ছি। ওখান থেকে এসে শুটিং শুরু করব। এরপর যাব তুরস্ক।
মালয়েশিয়া-তুরস্ক কেন?
বেড়াতে যাব। পরিবারের সবাই মিলে একটু হৈচৈ করে আসি। আমি মাঝে-মধ্যেই এভাবে বেড়াতে যাই। জীবনটাকে চাঙ্গা রাখতে বেড়ানোর কোনো বিকল্প নেই।
আপনার চলচ্চিত্রের খবর কী?
'সোয়া চান পাখি' নামের একটি চলচ্চিত্রে বছরের পর বছর ধরে অভিনয় করছি। আবার শিডিউল চেয়েছে। এভাবে কী রেজাল্ট আসবে জানি না। আর 'হ্যালো অমিত' নিয়ে কথা বলতে ইচ্ছা করে না। চলচ্চিত্রের কাজ শেষ। কিন্তু কী এক রহস্যজনক কারণে নির্মাতা শঙ্খদাশ আমাদের ফোন রিসিভ করেন না। অন্য নম্বর থেকে ফোন দিলেও কণ্ঠ শুনে রেখে দিচ্ছেন। বুঝতে পারছি না। এ চলচ্চিত্রের ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে।
অন্ধকার কোথায়, আলোতেই আছেন। 'হ্যালো অমিত' চলচ্চিত্র দিয়েই তো আপনি আর হিল্লোল হৃদয়ে মুগ্ধতা ছড়িয়েছেন?
হা হা হা... হিল্লোলকে আমার জীবনে পেয়ে আমি খুব সুখী। অনেকেই আমাকে বলে, আমি আগের থেকে অনেক গোছানো এবং শান্ত হয়েছি। আমার এ পরিবর্তটা হিল্লোলের কারণে। ও আমাকে নানাভাবে কাউন্সিলিং করে। তাই আমি অস্থির নই, স্থির। যেমন এখন আর আমার নামে আগের মতো শিডিউল নিয়ে ঝামেলা করার বদনাম নেই।
শ্রাবস্তী তিনি্ন ফেসবুকে আপনাকে নিয়ে নানা ধরনের কথা লিখেছে।
তিনি্ন আমার সঙ্গে ফেসবুকে নেই। তাই বলতে পারব না। তবে অনেকে বলেছে। আসলে তিনি্নকে নিয়ে আমি এবং হিল্লোল_ কারোই ভাবার কোনো সময় নেই। আমি আমার সংসার এবং স্বজনদের নিয়ে হ্যাপি।
অভিনয়, সংসার এবং ব্যবসা- এত ব্যস্ততা?
গুছিয়ে করলে সবই করা সম্ভব।
- শোবিজ প্রতিবেদক