সদ্য প্রয়াত হয়েছেন শ্রোতাপ্রিয় শিল্পী বশির আহমেদ। অসংখ্য জনপ্রিয় গান আছে এ শিল্পীর। এ গুণী শিল্পীর স্মরণে এবারের পর্ব অনুষ্ঠিত হবে আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট 'ওয়ালটন মিউজিক স্টেশন'। আর তার গান পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পী রন্টি, দিঠি ও অপু। তারা শ্রোতাদের পছন্দসহ নিজের পছন্দেরও গান করবেন ওয়ালটন মিউজিক স্টেশনে। এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন বাংলাদেশে সংগীতের নানা বিষয় নিয়ে। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১২টা ০৫ মিনিটে আরটিভিতে।