জনপ্রিয় মডেল-অভিনেত্রী মৌয়ের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় তরুণ অভিনেতা অপূর্ব। এবারই তারা প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন। রুদ্র মাহফুজের রচনা এবং সাখাওয়াৎ মানিকের পরিচালনায় 'ব্ল্যাক কফি' শিরোনামের একটি একক নাটকে তাদের দেখা যাবে। আগামী ২৯ মে থেকে নাটকটির শুটিং শুরু হবে। নাটকের গল্পে দেখা যাবে, মৌ একটি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা। অপূর্ব সেই অফিসের জুনিয়র কর্মী। অপূর্বর একটি মেয়ের সঙ্গে প্রেম থাকে। কিন্তু অফিসে মৌয়ের প্রতি দিনে দিনে দুর্বল হতে থাকে সে। নাটক প্রসঙ্গে নির্মাতা বলেন, 'একটি অসম প্রেমের সম্পর্কের গল্প এটি। আমাদের সমাজ এমন সম্পর্ক মেনে নেয় না। এটাই ম্যাসেজ।'