রানী মুখার্জি এবং আদিত্য চোপড়ার বিয়ের খবর প্রকাশের পর তাদের শুভেচ্ছা জানাতে টুইটারকে বেছে নেন বলিউডরা। শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান, করণ জোহর প্রমুখ। শাহরুখ টুইট করেন, 'আল্লাহ যেন আমার বন্ধু রানী এবং আদিকে আশীর্বাদ করেন। তারা যেন জীবনের ছোটখাটো সব বিষয়কে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারেন, কারণ একসময় এগুলোই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। তোমাদের মিলন শুভ হোক, ভালোবাসা রইল।' ২১ এপ্রিল ইতালির এক গ্রামে অনুষ্ঠিত হয় এই জুটির বিয়ে। সেখানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন করণ জোহরও। অনুষ্ঠান শেষে করণের টুইট, 'অবশেষে মিস্টার অ্যান্ড মিসেস চোপড়া, তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা।'