দ্বিতীয়বারের মতো রেসলিং রিংয়ে উঠছেন হলিউড সুপারস্টার হিউ জ্যাকম্যান। ২৮ এপ্রিল মিসৌরির স্কট্রেড সেন্টার ভেন্যুতে 'মানডে নাইটের' অনুষ্ঠানে জ্যাকম্যান মুখোমুখি হবেন পেশাদার রেসলারের। মূলত নতুন চলচ্চিত্র 'এক্স-মেন : ডেজ অব ফিউচার পাস্ট'র প্রচারণা চালাতেই রেসলিংয়ে অংশ নিচ্ছেন ৪৫ বছর বয়সী এই তারকা। এরই মধ্যে রেসলিংয়ের অনুষ্ঠানটিতে জ্যাকম্যানের উপস্থিতি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এর আগে ২০১১ সালেও শোটিতে অংশ নিয়েছিলেন জ্যাকম্যান। জ্যাক রাইডারের সহযোগী হয়ে হারিয়ে দিয়েছিলেন তখনকার ইউএস চ্যাম্পিয়ন ডল্ফ জিগলারকে। রেসলিং রিংয়ে আবার উচ্ছ্বসিত জ্যাকম্যান।