'ব্যাং ব্যাং'-এর পরিচালক সিদ্ধার্থ রাজ আনন্দ মুম্বাইয়ের শ্যুটিং ফ্লোরেই তৈরি করলেন গোটা শিমলা। আর সেই আবদারটা ছিল ক্যাটরিনারই। নকল শিমলাতেই রাতভোর প্রেম করে বেড়ালেন ঋত্বিক-ক্যাটরিনা।
ঘটনাটি হল, মঙ্গলবার বিকেল থেকেই 'ব্যাং ব্যাং' ছবির একটি গানের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ঋত্বিক ও ক্যাটরিনা।
শিমলার এই কফি শপের অনুকরণে তৈরি মুম্বাইয়ের ফিল্ম স্টুডিওতে চলছিল এই গানের শ্যুটিং। গানের দৃশ্যে জমিয়ে প্রেম করেছিলেন ঋত্বিক-ক্যাট। সকাল ৫ টা অবধি চলে এই গানের শ্যুটিং। জানা গেছে, গানের সিকোয়েন্সে ঋত্বিক ও ক্যাটরিনার মধ্যে এক ঠোঁটঠাসা চুমুও রয়েছে।
সিদ্বার্থ রাজ আনন্দের এই 'ব্যাং ব্যাং' ছবি অনুপ্রাণিত হয়েছে জনপ্রিয় হলিউড ছবি 'নাইট অ্যান্ড ডে' থেকে। এই হলিউড ছবিতে অভিনয় করেছিলেন টম ক্রুজ ও ক্যামেরুন ডিয়াজ। মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শ্যুটিংয়ের পরে গোটা ছবির টিম দুবাইয়ে উড়ে যাবে ছবির ক্ল্যাইম্যাক্স শ্যুট করার জন্য।