পিপলস ম্যাগাজিন এ বছর বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত করেছে কেনিয়ার অস্কারজয়ী অভিনেত্রী লুপিটা নিয়োঙ্গোকে।
আর এ কারনেই যুক্তরাষ্ট্রের এই ম্যাগাজিনের এবারে প্রচ্ছদে লুপিটার ছবি জায়গা করে নিয়েছে।
'এটা আমি কখনও স্বপ্নেও কল্পনা করিনি। যারা আমাকে ম্যাগাজিন কভারে দেখেছেন এবং কিছুটা হলেও অনুভব করেছেন, সেসব নারীর প্রতি আমার ভালোবাসা।'
পার্শ্ব অভিনেত্রী হিসেবে এবার অস্কার জিতেছেন ৩১ বছর বয়সী এ কৃষ্ণাঙ্গ অভিনেত্রী।