গান গেয়ে বিশ্বব্যাপী ভালোই উন্মাদনা তৈরি করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাই নতুন নতুন গান তৈরিতে পাচ্ছেন অনুপ্রেরণা। এবার আরেকটি নতুন গান প্রকাশ করলেন তিনি। শিরোনাম 'আই কান্ট মেক ইউ লাভ মি'। মেরি কমের জীবনীনির্ভর ছবির কাজ শেষ হতেই লস-অ্যাঞ্জেলেসে যান তিনি। সেখান থেকেই আইটিউনসে প্রকাশ হলো তার তৃতীয় গান। টুইটারে প্রিয়াঙ্কা লিখেছেন, 'হাঁফ ছেড়ে বাঁচলাম। অবশেষে গানটা বের হলো। এটা এখন শ্রোতাদের। সবার কেমন লাগে সেটাই এখন সবচেয়ে বড় ব্যাপার!' মার্কিন গায়িকা বনি রেইটের গাওয়া ১৯৯১ সালের হিট গান 'আই কান্ট মেক ইউ লাভ'র নতুন সংস্করণ এটি।