দাবাং ছবির সাফল্যের পর থেকেই বলিউডে সালমান খানের নাম হয়ে গেছে দাবাং খান। আর সেদিন থেকেই যেন নামখানা সার্থক করতে সালমানের 'দাবাংপনা' দেখে হতবাক গোটা বলিউড। কখনও বাইক থেকে ঝাঁপাচ্ছেন, তো কখনও ঝুলছেন ৪০ তলা ভবন থেকে! একের পর এক অ্যাকশন করে চলছেন বলিউডের এই হিরো।
জানা গেছে, অ্যাকশন ছবি 'কিক' নিয়ে বেশ চিন্তিত সালমান খান। তার উপর যেদিন থেকে এই ছবির শ্যুটিংয়ে আহত হয়েছেন সালমানের বডি ডাবল, সেদিন থেকেই পুরো ছবিতে সালমান নিজের স্ট্যান্ট নিজেই করছেন। কেননা নিজের কারণে আর কারো আহত হওয়া মেনে নিতে পারছেন না তিনি।
সম্প্রতি পোল্যান্ডে 'কিক' ছবির এক অ্যাকশন প্যাকড দৃশ্যের শ্যুটিংয়ে পোল্যান্ডের সবচেয়ে উঁচু ব্লিডিংয়ের ছাদ থেকে ঝুলতে দেখা গেল সালমান খানকে। দৃশ্যটি করার জন্য যাবতীয় নিরাপত্তা নেওয়া হলেও, প্রায় ৪ ঘণ্টা ধরে ৪০ তলা ব্লিডিংয়ে একটানা ঝুলে সালমান শ্যুট করলেন এই দৃশ্য।
ছবির প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা পুরো কাণ্ড দেখে হতবাক। শ্যুটিং শেষে সালমানকে শুভেচ্ছা জানান তিনি। শুধু তাই নয়, সালমানের উদ্দেম্যে বিশেষ পার্টিরও আয়োজন করেছিলেন 'কিক' ছবির প্রযোজক সাজিদ।