ইতালির রাজধানী রোমে গতকাল শনিবার ব্যয় সংকোচন নীতির বিরোধিতায় বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতায় রূপ নিয়েছে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, ডিম ও পটকা জাতীয় বিস্ফোরক ছুঁড়ে মারে। এ সহিংসতায় গুরুতর আহত হয়েছেন একজন আন্দোলনকারী।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে সহিংসতায় জড়িত সন্দেহে কয়েকজন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, দেশটির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির শ্রম আইন পুনর্গঠন পরিকল্পনার প্রতিবাদেই আন্দোলনে নামে বিক্ষোভকারীরা। এই আইন অনুসারে বিভিন্ন কোম্পানিকে কর্মী নিয়োগ ও ছাটাইয়ের যে স্বাধীনতা দেওয়া হয়েছে তা মানতে রাজি নন আন্দোলনকারীরা।