কর জালিয়াতির ঘটনায় ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলোসকুনিকে বাধ্যতামূলক এক বছরের কমিউনিটি সেবা দিতে হবে। মিলানের একটি আদালত আজ এক আদেশে একথা বলেছেন।
তার কমিউনিটি সেবার রূপ কি হবে তা জানা যায়নি। তবে ইতালির গণমাধ্যম জানায় বারলোসকুনিকে মিলানের বাইরে অবস্থিত তার এস্টেটের নিকটবর্তী বয়স্ক ও অক্ষম ব্যক্তিদের এক বাড়িতে সপ্তাহে অর্ধেক দিন কাজ করা লাগতে পারে।
বারলোসকুনি কর জালিয়াতির মামলায় গত বছর দোষী প্রমাণিত হন। ৯০ এর দশকে তার ফার্ম মিডিয়াসেট কর্তৃক টিভি সত্ত্ব কেনার ঘটনায় তিনি কর ফাঁকি দেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
মিডিয়াসেটের মামলায় বারলোসকুনিকে কারাভোগ থেকে রেহাই দেওয়া হয়েছিল কারণ দেশটির আইনি ব্যবস্থা সত্তরোর্ধ্ব বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে শিথিল।
উল্লেখ্য, কমিউনিটি সেবার বিকল্প ছিল গৃহবন্দিত্ব।