৪ জানুয়ারি থেকে ব্যাংককে একটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন জনপ্রিয় নাট্যদম্পতি ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ। রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ৫২ পর্বের ধারাবাহিক নাটকটির নাম 'গন্তব্য নিরুদ্দেশ'। 'গন্তব্য নিরুদ্দেশ' ধারাবাহিক নাটকটির রচয়িতা পান্থ শাহরিয়ার। তবে পরিচালক রহমতুল্লাহ তুহিন জানান তার নির্মিতব্য নতুন এ ধারাবাহিক নাটকে দিনারের বিপরীতে বিজরী অভিনয় করছেন না। দিনারের বিপরীতে অভিনয় করবেন নাদিয়া এবং বিজরী বরকতউল্লাহর বিপরীতে অভিনয় করবেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। এ প্রসঙ্গে ইন্তেখাব দিনার বলেন, 'পান্থ শাহরিয়ারের লেখা গল্প সবসময়ই অনেক ভালো হয়। 'গন্তব্য নিরুদ্দেশ' নাটকটিরও গল্প অনেক চমৎকার। ভালো একটি কাজ হবে।' বিজরী বলেন, 'দেশের বাইরে কাজ করার পাশাপাশি ভালো ইউটিন হলে সময়টাকেও বেশ উপভোগ করা যায়। আশা করছি অনেক ভালো একটি কাজ হবে।'