প্রায় ছয় বছর পর নতুন একটি অ্যালবাম করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। আগামী বৈশাখে প্রকাশের লক্ষ্যে ইতেমধ্যে এ অ্যালবামের কাজ প্রায় গুছিয়ে এনেছেন তিনি। ১০টি পুরনো দিনের গান দিয়ে সাজানো হচ্ছে এ অ্যালবামটি। এ সম্পর্কে বাদশা বুলবুল বলেন, 'অনেক দিনের ইচ্ছা ছিল পুরনো দিনের গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করার। মনে হচ্ছে, এবার আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কারণ, এ অ্যালবামের কাজটি আমি প্রায় গুছিয়ে এনেছি। গানগুলো নির্বাচন এবং এর নতুন সংগীতায়োজনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু বাকি আছে গানগুলোর রেকর্ডিং করা। সেটাও চলতি মাসের মধ্যে হয়ে যাবে বলে মনে করি। সবকিছু ঠিক থাকলে আসন্ন পহেলা বৈশাখে অ্যালবামটি প্রকাশ করতে পারব।' তবে এখনো পর্যন্ত অ্যালবামের নাম চূড়ান্ত হয়নি। ১০টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। এতে দুই বাংলার বিখ্যাত শিল্পীদের গান রাখা হচ্ছে।