৩০ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণ থাকবে মিয়াভাই খ্যাত চিত্রনায়ক ফারুকের। না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। তাকে নির্বচনী আপিল বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। আশির দশকে সমিতির কর্মকর্তা ছিলেন ফারুক। তারপর দীর্ঘদিন পেরিয়ে গেলেও সমিতিতে নির্বাচনমুখী হননি তিনি। মানে কোনো নির্বাচনে অংশ নেননি। এবার আবার শিল্পী সমিতির নির্বাচনের সঙ্গে যুক্ত হলেন। আপিল বোর্ডে ফারুকের সঙ্গে সদস্য হিসেবে থাকছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও এফআই মানিক। অন্যদিকে নির্বাচন কমিশনার হলেন অভিনেতা মিজু আহমেদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন নির্মাতা নাজমুল হুদা মিন্টু এবং অভিনেতা পীরজাদা শহীদুল হারুর। ৫ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ দাখিল। বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ ৯ জানুযারি, প্রত্যাহার ১১ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১২ জানুয়ারি। ৩০ তারিখ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহষ চলবে। মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে।